বিশ্বকাপে পরাজয়ে আতংকিত নয় নিউজিল্যান্ড : ভেট্টরি

267

বার্মিংহ্যাম (ইউকে), ২৮ জুন ২০১৯ (বাসস/এএফপি) : বিশ্বকাপে পাকিস্তানের কাছে পরাজিত হলেও নিউজিল্যান্ড আতংকিত নয় বলে জানিয়েছেন সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। টুর্নামেন্টে এটি ছিল তাদের প্রথম পরাজয়।
বুধবার এজবাস্টনে জয় নিয়ে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল নিউজিল্যান্ডের সামনে। কিন্তু ব্যাটসম্যান বাবর আজমের সেঞ্চুরিতে ওই ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয় ২০১৫ সালের ফাইনালিস্টরা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে নিজের কলামে ভেট্টরি লিখেছেন,‘ পাকিস্তানের কাছে ওই পরাজয়ে নিউজিল্যান্ডের আতংকিত হবার কিছু নেই। দলটি আতংকিত হবেনা এবং দীর্ঘ সময় সেটি মনের মধ্যে পুষেও রাখবেনা। তারা নিজস্ব স্টাইলে ক্রিকেট খেলছে, যা তাদের সফলতা এনে দিচ্ছে। টুর্নামেন্টে ৭ ম্যাচে অংশ নিয়ে ৫টিতেই জয়লাভ করেছে। তন্মধ্যে একটি বৃস্টিতে ভাসিয়ে নিয়ে গেছে।’
সাবেক কিউই অল রাউন্ডার বলেন,‘ ওই সাফল্য তাদের ধৈর্যশীলতা ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। সুতরাং তাদের কৌশল পরিবর্তনের প্রয়োজন নেই। কারণ তারা একটি মাত্র ম্যাচে হেরেছে। বছরের পর বছর ধরে তারা যেভাবে খেলেছে, সেভাবেই তারা খেলবে।’
পাকিস্তানের কাছে হারার পরও বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। কিছুটা ঝুঁকি থাকলেও শেষ চারে খেলার অপেক্ষায় রয়েছে কিউইরা। পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে নিউজিল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে অবস্থান করছে অসিরা। ভেট্টরির মতে ওই ম্যাচে অসি ওপেনারদের শুরুতেই থামিয়ে দিতে পারাটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,‘ লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বড় হুমকি হচ্ছে এ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। এই টুর্নামেন্টে তারা একটি ভাল অবস্থানে আছেন,অস্ট্রেলিয়াকেও ভাল অবস্থানে রেখেছেন। অন্য কেউ তাদের মত ব্যাট করতে পারেনি। এই দুইজনকে আগেভাগে আউট করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ সময় সেটি পারা যায়না। ট্রেন্ট বোল্টকে দায়িত্বটা পালন করতে হবে।’
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে নিউজিল্যান্ড।