ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচের দিকে দৃষ্টি কেএল রাহুলের

253

লন্ডন, ২৮ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে পরাজিত করেছে ভারত। ম্যাচে ৪৮ রানের একটি চমৎকার ইনিংস খেলেছেন ভারতীয় ওপেনার কে এল রাহুল। এই জয়ে টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে উপমহাদেশের এই ক্রিকেট পরাশক্তি।
প্রথমে ব্যাটিং নিয়ে ২৬৯ রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। জবাবে ৩৪.২ ওভারে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। খেলা শেষে ভারতীয় ওপেনার বলেন, ‘উইন্ডজের বিপক্ষে জয়ের এই প্রেরণাকে ইংল্যান্ডের বিপক্ষে ‘বড় ম্যাচে’ টেনে নিয়ে যেতে চায় তার দল। আগামী রোববার বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।’
রাহুল বলেন, ‘আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি, সর্বশেষ চার পাঁচ ম্যাচের মত ইংল্যান্ডের বিপক্ষে ‘বড় ম্যাচেও’ খেলতে পারি, তাহলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।’
অপরাজিত থাকলেও এখনো পর্যন্ত সেমি-ফাইনাল নিশ্চিত করতে পারেনি ভারত। বর্তমান পরিস্থিতিতে সেরা চারে খেলতে হলে পরবর্তী দুটি ম্যাচেই জয়লাভ করতে হবে ভারতকে। তবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তার দল থামবে না বলে জানান রাহুল।
উঠতি এ ব্যাটসম্যান বলেন, ‘ব্যক্তিগত ও দলগতভাবেও আমরা পরিকল্পনা মত খেলার প্রতি মনোযোগী। ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচেও আমরা সেইভাবে নিজেদের মেধাকে সঠিক ভাবে প্রয়োগ করতে চাই। আশা করি যে আত্মবিশ্বাস ও প্রেরণা আমরা লাভ করেছি তা বার্মিংহ্যামেও অব্যাহত রেখে জয়লাভ করতে পারব।’
রাউন্ড রবিন লীগে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খাপ খাওয়াতে পারাটা একটি দলের সফলতার মুল চাবিকাঠি উল্লেখ করে রাহুল বলেন, ‘আমাদের সেই রকম আত্মবিশ্বাস ও ব্যাটিং ইউনিট রয়েছে। সুতরাং এ জন্য যদি কিছুটা সময়ও লাগে তাতে কোন আপত্তি নেই। আমরা যখন পরের ম্যাচে খেলতে যাব, সেখানেও কিছুটা এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়ার কারনেই হয়তো এমনাটা হবে। সুতরাং আমাদেরকে মানষিকভাবে ইতিবাচক থাকতে হবে।’
টুর্নামেন্টে চারটি হাফ সেঞ্চুরি হাকিয়ে দলকে সঠিক পথেই নিয়ে গেছেন কোহলি। আর দ্রুত রান নিয়ে দলকে প্রেরনা জুগিয়ে যাচ্ছেন রাহুল। তিনি বলেন, ‘আপনি যখন আইপিএল কিংবা টেস্ট, টি-২০ বা ওডিআই ক্রিকেটের দিকে তাকান, দেখবেন সে (কোহলি) ব্যাটিংটাকে ভালভাবে ধরে রাখছেন।
আর সেটিই আমাদের অনুপ্রানীত করার মুল মন্ত্র। দলটি তার কাছ থেকে শিখছে এবং সম্ভবত বুঝতে পারছে। যার মাধ্যমে দেশের হয়ে প্রতিটি ম্যাচেই ভাল করতে চাইছে।’