বাসস প্রধানমন্ত্রী-২ (লিড) : নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি নুরনবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

165

বাসস প্রধানমন্ত্রী-২ (লিড)
নুরনবী-মৃত্যু-শোক
নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি নুরনবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২৮ জুন, ২০১৯ (বাসস) : নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি আজ সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডিতে আহম্মদ মেডিকেল সেন্টারে মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
স্বাধীনতা যুদ্ধকালে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, পাঁচপুত্র, পাঁচ মেয়ে, নাতি-নাতনি এবং আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
সূত্র জানায়, আজ বাদ আসর কোম্পানীগঞ্জের বাংলাবাজার মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
সূত্র আরো জানায়, এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহযোগিতা করেছেন।
নুরনবীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধে কমান্ডার নুরনবীর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শেখ হাসিনা দেশে ও প্রবাসে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে মরহুমের অবদানের কথা স্বরণ করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/এসএইচ/অনু-এমএবি/১৬৫৫/শআ