১৪টি শিল্প ইউনিটকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে

290

ঢাকা, ২৮ জুন, ২০১৯ (বাসস) : দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ টি শিল্প ইউনিটকে আগামীকাল ছয়টি ক্যাটেগরিতে ‘প্রেেিডন্টস অ্যাওয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ২০১৭’ প্রদান করা হবে।
নগরীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ইউনিটসমূহের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দিবেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মো. আব্দুল হালিম এ সময় অন্যান্যেরে মধ্যে উপস্থিত ছিলেন।
হুমায়ুন জানান, প্রধান সেক্টরসমূহের বৃহৎ, মধ্যম, ছোট, মাই-ক্রো এবং কটেজ ও হাইটেক ইন্ডাস্ট্রি এই ছয়টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে।
তিনি জানান, সরকার দেশের অর্থনেতিক উন্নয়নে ব্যবসায়ীকদের আরো বেশি ভূমিকা রাখায় উৎসাহ প্রদানে স্বীকৃতিস্বরূপ সিআইপি (ইন্ডাস্ট্রি) কার্ড এবং প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার প্রদান করেছে।
‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলাপমেন্ট’ পুরস্কার অধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় উদ্যোক্তাদের উৎসাহিত করবে।