বাসস ক্রীড়া-৮ : বিশ্বকাপে রেফারিদের বেতন ৭০ হাজার মার্কিন ডলারের সাথে ম্যাচ ফি’ও

249

বাসস ক্রীড়া-৮
ফুটবল-রেফারি-অর্থ
বিশ্বকাপে রেফারিদের বেতন ৭০ হাজার মার্কিন ডলারের সাথে ম্যাচ ফি’ও
মস্কো (রাশিয়া), ১৮ জুন ২০১৮ (বাসস) : চলমাল ফুটবল বিশ্বকাপে ফিফার তালিকাভুক্ত রেফারিদের মাসিক বেতন ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৫ লাখ টাকার মত। বেতনের পাশাপাশি ম্যাচ ফি’বাবদ ৩ হাজার মার্কিন ডলারও পেয়ে থাকেন তারা।
বিশ্বকাপ শুরুর বছরখানেক আগে গোটা বিশ্ব থেকে সেরা ৩৬ জন রেফারিকে বেছে নেয় ফিফা। ইউরোপের পাশাপাশি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার রেফারিরাও এই তালিকায় আছেন।
ফিফার সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী- দক্ষতা, ব্যক্তিত্ব এবং ফুটবল সম্পর্কে জ্ঞান এবং ম্যাচের দু’দলের রণকৌশলে বুঝতে পারার ক্ষমতা কতটা রয়েছে সেটির উপর নির্ভর করে রেফারিদের নিয়োগ।
ফিফার এমন নিয়োগ প্রক্রিয়ায় উৎরে যেতে পারলে বিশ্বকাপ থেকে বড় অংকের অর্থ পেয়ে যান রেফারিরা।
বাসস/এএমটি/১৭৪০/মোজা/স্বব