বাজিস-১০ : বরগুনায় শিশু হত্যায় এক নারীর মৃত্যুদন্ড

278

বাজিস-১০
বরগুনা-মৃত্যুদন্ড
বরগুনায় শিশু হত্যায় এক নারীর মৃত্যুদন্ড
বরগুনা, ২৭ জুন, ২০১৯ (বাসস) : শিশুর মায়ের সঙ্গে বিরোধ থাকায় শিশুকে পানির সঙ্গে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মরিয়ম নামের এক নারীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ।
বিচারক ই এ এম ইসমাইল হোসেন আসামীর উপস্থিতিতে আজ এ রায় তিনি ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তিনি ঘুটাবাছা গ্রামের জাফর হাওলাদারের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ মার্চ প্রতিবেশী জাফরের ছেলে হাচান মরিয়মের বাড়ির উঠানে খেলার সময় পানির পিপাসা লাগলে মরিয়মের কাছে পানি পান করতে চায়। এই সুযোগে মরিয়ম প্রতিশোধ নেয়ার জন্য পানির সঙ্গে বাসুডিন মিশিয়ে হাচানকে খেতে দেয়। মুহুর্তে হাচান অসুস্থ হলে পাথরঘাটা হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত হাচানের বাবা কাওসার ও মা লায়লী বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি।
মরিয়ম বলেন, ঘটনা মিথ্যা। তিনি উচ্চ আদালতে আপীল করবেন।
রাষ্ট্র পক্ষে মামলা চালায় এপিপি সঞ্জিব দাস। আসামী পক্ষে ছিলেন এম. মজিবুল হক কিসলু।
বাসস/সংবাদাতা/২০১৫/-একেএইচ