বাসস ক্রীড়া-১৮ : বিশ্বকাপে ইতিহাস সৃষ্টির পথে স্টার্ক

275

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বিশ্বকাপ
বিশ্বকাপে ইতিহাস সৃষ্টির পথে স্টার্ক
ঢাকা, ২৭ জুন, ২০১৯ (বাসস) : বিশ্বকাপে ইতিহাস সৃষ্টির পথে রয়েছেন অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট শিকার করে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ শিকারীর শীর্ষে ফিরেছেন তিনি।
নিজ মাঠে খুবই খারাপ একটা মৌসুম শেষ করার কয়েক মাস পরই বিশ্বকাপে ১৮.২৬ স্ট্রাইক রেটে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৯ উইকেট শিকার করেছেন তিনি।
২০১৫ বিশ্বকাপে ২২ উইকেট শিকার করে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন স্টার্ক।
বিশ্বকাপ ইতিহাসে কোন বোলারই দুইবার শীর্ষ উইকেট শিকারীর কৃতিত্ব অর্জন করতে পারেননি। বিশ্বকাপের এক আসরে ২০০৭ সালে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করা গ্লেন ম্যাকগ্রার রেকর্ডটিও এখন হুমকির মুখে।
উল্লেখ্য, নিজ মাঠে খুবই খারাপ একটা মৌসুম কাটানোর পর শেন ওয়ার্নের মত কিংবদন্তী ক্রিকেটাররা তাকে দল থেকে বাদ দিতে আহবান জানিয়েছিলেন।
স্টার্ক বলেন, ‘নিজের ক্রিকেট পুন যাচাই করতে এবং আমার এ্যাপ্রোচ কেমন ছিল ও সব কিছু বুঝতে আমার কয়েক মাস সময় লেগেছে। ঐ ধরনের সমালোচনাকে আমি পাত্তা দেই না।
বাসস/১৯৫৫/স্বব