বরগুনায় দপ্তর ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুদক-এর গণশুনানি

216

বরগুনা, ২৭ জুন, ২০১৯ (বাসস) : বরগুনায় দুদকের গণশুনানি উদ্বোধনকালে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দেশে ভালোকথা বলার মানুষের অভাব নেই। ভালো কাজ করার মানুষের অভাব আছে।
তিনি বলেন, কতিপয় দুষ্ট লোকের কারণে দুর্নীতি হচ্ছে। যারা দুর্নীতি করে তারা মনে করে কেউ তাদের দেখে না। কিন্তু অল্প দিনের মধ্যেই তাদের কর্মকান্ড মানুষ জেনে ফেলে।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুদকের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ এই গণশুনানির আয়োজন করা হয়।
দুদক কমিশনার বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ করা। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দুদক কাজ করছে।
গণশুনানীর উদ্বোধনী অনুষ্ঠানে আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক একেএম খায়রুল বাশার, বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ, দুদুক পরিচালক মোঃ নাসিম আনোয়ার, জুলফিকর আলী, পুলিশ সুপার মো. নাজমুল হোসাইন বক্তব্য রাখেন।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন দফতর ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আনিত ৪০টি অভিযোগের নিষ্পত্তি করেন। এ গণশুনানিতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।