বাসস ক্রীড়া-১৬ : ব্যাংককে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার সেমিনারে অংশ নিচ্ছে বাংলাদেশের চার জাজ

147

বাসস ক্রীড়া-১৬
আরচ্যারী- এশিয়া
ব্যাংককে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার সেমিনারে অংশ নিচ্ছে বাংলাদেশের চার জাজ
ঢাকা, ২৭ জুন ২০১৯ (বাসস) : ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ব্যবস্থাপনায় থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত সেমিনারে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের চার জাজ। ‘জাজিং এন্ড অর্গানাইজিং ’ শীর্ষক সেমিনারটি আগামী ২৯ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ১ জুলাই।
এতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন আয়োজিত আরচ্যারী জাজেস সেমিনার-২০১৮ এ অংশগ্রহণকারী জাজদের মধ্য থেকে মেধা তালিকায় উত্তীর্ণ ৪জন ন্যাশনাল জাজকে অংশগ্রহনের সুযোগ দেয়া হয়েছে। কোর্স শেষে সকল জাজদের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণরা কন্টিনেন্টাল জাজ হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন আরচ্যারী প্রতিযোগিতায় জাজ হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী জাজরা হলেন মোহাম্মদ গোলাম সারোয়ার, সুয়াদ রিফাত সানজিদ, শিমুল আক্তার ও মো: ইমরান হোসেন। আজ রাতেই তাদের থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বাসস/এমএইচসি/১৯৩০/স্বব