শীর্ষে ভারত; এক ধাপ উপরে উঠলো বাংলাদেশ

214

বার্মিংহাম, ২৭ জুন, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডকে হটিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ভারত। ইতোমধ্যে চলতি বিশ্বকাপের ৩৪টি ম্যাচ সম্পন্ন হয়েছে। গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শেষে সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের বিশ্ব নির্বাহি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি র‌্যাংকিং-এ এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশেরও। টাইগারদের রেটিং এখন ৯২।
গেল ১৭ জুন প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে ১২৪ রেটিং নিয়ে শীর্ষে ছিলো ইংল্যান্ড। অবশ্য শীর্ষে থেকেই নিজেদের মাটিতে বিশ্বকাপ শুরু করেছিলো ইংলিশরা। তবে বিশ্বকাপের নিজেদের সর্বশেষ দুই ম্যাচে শ্রীলংকা-অস্ট্রেলিয়ার কাছে হেরে র‌্যাংকিং-এর দ্বিতীয়স্থানে নেমে গেল ইংল্যান্ড। এখন তাদের রেটিং ১২২। এতে ১২৩ রেটিং নিয়ে শীর্ষে উঠে গেল ভারত।
সে সময় প্রকাশিত র‌্যাংকিং-এ ৮৫ রেটিং নিয়ে অষ্টমস্থানে ছিলো বাংলাদেশ। কিন্তু ঐ দিন টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়, ২০ জুন নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার ও ২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কারনে ৯২ রেটিং নিয়ে র‌্যাংকিং-এ সপ্তমস্থানে উঠে এলো বাংলাদেশ। বিশ্বকাপে লিগ পর্বে বাকী দু’ম্যাচ জিততে পারলে ষষ্ঠস্থানে উঠে যাবে বাংলাদেশ। সেখানে ৯৬ রেটিং নিয়ে এখন আছে পাকিস্তান।
সেরা দলগুলোর মধ্যে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বাজে পারফরমেন্স দক্ষিণ আফ্রিকার। ৭ ম্যাচে মাত্র ১টিতে জিতেছে তারা। বিশ্বকাপের আগে তৃতীয়স্থানে ছিলো প্রোটিয়ারা। বর্তমানে ১০৯ রেটিং নিয়ে পঞ্চমস্থানে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ড তৃতীয় ও অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থস্থানে। অষ্টম থেকে দশম পর্যন্ত রয়েছে যথাক্রমে- শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
আইসিসি ওয়ানডে র‌্যাংকিং :
র‌্যাংকিং দল রেটিং
১ ভারত ১২৩
২ ইংল্যান্ড ১২২
৩ নিউজিল্যান্ড ১১৪
৪ অস্ট্রেলিয়া ১১২
৫ দক্ষিণ আফ্রিকা ১০৯
৬ পাকিস্তান ৯৬
৭ বাংলাদেশ ৯২
৮ শ্রীলংকা ৭৮
৯ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
১০ আফগানিস্তান ৬০