বাসস দেশ-২২ : রাজধানীর পরিসর বাড়ার কারণে রাজউককে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

110

বাসস দেশ-২২
রাজউক-সেবা সপ্তাহ
রাজধানীর পরিসর বাড়ার কারণে রাজউককে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৭ জুন, ২০১৯ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর স্তরভিত্তিক পরিসর বাড়ার কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিটোরিয়ামে ‘রাজউক সেবা সপ্তাহ-২০১৯’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রাজধানী ঢাকার ব্যাপক বিস্তৃতির কারণে রাজউক ভবনে বসে সবকিছু পরিচালনা করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এজন্য রাজউককে আমরা বিকেন্দ্রীকরণ করার কথা ভাবছি। একই সাথে রাজউকের সকল জোনকেও শক্তিশালী করতে চাই।’
তিনি রাজউককে জনবান্ধব ও আধুনিক একটি প্রতষ্ঠানে পরিণত করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাজউক’র চেয়ারম্যান ড. সুলতান আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি প্রফেসর ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ এবং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আমজাদ হোসেন খান।
বাসস/সবি/জেডআরএম/১৭৫৫/-কেএআর