বাসস প্রধানমন্ত্রী-১ : সরকার পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

179

বাসস প্রধানমন্ত্রী-১
শেখ হাসিনা-বাণী
সরকার পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
ঢাকা, ২৭ জুন, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এখন সবার পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ফসল উৎপাদনে গুণগত মানসম্মত বীজের কোন বিকল্প নেই ।
প্রধানমন্ত্রী আগামীকাল ‘জাতীয় বীজ মেলা ২০১৯’ উপলক্ষে দেয়া এক বাণীতে আজ এ কথা বলেন।
‘কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকায় আগামীকাল শুক্রবার থেকে (২৮ থেকে ৩০ জুন) রোববার পর্যন্ত তিন দিনব্যাপী ‘জাতীয় বীজ মেলা উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং এবারের জাতীয় বীজ মেলার প্রতিপাদ্য ‘খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখায় মানসম্মত বীজের ব্যবহার’ অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন,‘আমরা ফসল উৎপাদনে উন্নত ও মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় মানসম্মত বীজের ঘাটতি মোকাবিলায় পটুয়াখালীতে বীজবর্ধন খামার এবং নোয়াখালীতে ডাল ও তেল বীজবর্ধন খামার স্থাপনের পাশাপাশি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।’
‘বীজ আইন ২০১৮’ প্রবর্তন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বেসরকারি বীজ খাতকেও পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। বর্তমানে ধান, গম, পাট, ভুট্টা, আলু, সবজি, তেল ও মসলাসহ বিভিন্ন ফসলের গুণগত মানসম্পন্ন বীজের সরবরাহ দেড় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’
পরিবর্তিত জলবায়ু ও দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সরকারি-বেসরকারি বীজ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আরো সচেষ্ট হওয়ার কথাও বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে কৃষির আধুনিকীকরণ ও সার্বিক উন্নয়নে কৃষিবান্ধব নীতি ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
‘আমরা সার, বীজসহ সকল কৃষি উপকরণের মূল্যহ্রাস, কৃষকদের সহজশর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগসহ তাদের নগদ সহায়তা প্রদান করে যাচ্ছি। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।’
ফলে বন্যা, খরা ও লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভাসমান চাষ, বৈচিত্র্যময় ফসল উৎপাদন, ট্রান্সজেনিক জাত উদ্ভাবন, পাটের জেনোম সিকুয়েন্স উন্মোচন ও মেধাসত্ত্ব অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। ’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ মেলা ফসল উৎপাদনকারী কৃষক-কৃষানি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মানসম্মত বীজ উৎপাদন, সরবরাহ ও ব্যবহারে আরো উদ্বুদ্ধ করবে।
বাসস/তবি/কেসি/১৭৩৫/-জেজেড