বাসস ক্রীড়া-৮ : সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় শ্রীলংকা

156

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিশ্বকাপ
সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় শ্রীলংকা
লন্ডন, ২৭ জুন, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ার পর বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে বাঁচা-মরার ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে উপমহাদেশের দল শ্রীলংকা। ইংল্যান্ডের বিপক্ষে ২০ রানের বিস্ময়কর জয়ে হঠাৎ করেই লংকানদের সেমিফাইনালের পথ খুলে যায়। অধারাবাহিক যাত্রায় নতুন জীবন পায় দিমুথ করুনারতেœর নেতৃত্বাধীন শ্রীলংকা। ডারহামের চেষ্টার লী স্ট্রিটে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শ্রীলংকা বর্তমানে সপ্তম স্থানে রয়েছে এবং সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচের দুইটিতে জয় দরকার দলটির। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী লংকানরা তাদের দ্বিতীয় পছন্দ ‘ভাগ্যবান হলুদ জার্সি’ গায়ে চেপে ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় প্রোটিয়াদের ম্যাচেও মানসিকভাবে এগিয়ে থাকবে।
ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া ও পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকা যেমন তাদের সুযোগ নিতে চাইবে, ঠিক একইভাবে ১৯৯৬ বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে আরো বেশি মুখিয়ে থাকবে। গত আসরে পাকিস্তানের কাছে ৪৯ রানে পরাজিত হয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হওয়ার কারণে এবারের টুর্নামেন্টে তাদের এমন করুন দশা। এখন আর তাদের হারানোর কিছু না থাকায় প্রোটিয়ারা অন্তত সান্তনার জয় পেতে চাইবে।
পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, ‘আজ আমরা যেভাবে খেলেছি তাতে লজ্জার শেষ সীমায় পৌঁছেছি। এই মুহূর্তে আমরা একটি মধ্য মানের দল। কেননা আমরা একই ভুল বারবার করছি। এক কদম এগোলে দুই কদম পিছানো ভাল কোন দলের লক্ষণ না। ছেলেরা আস্থা হারিয়ে ফেলেছে এবং একই ভুল করছে।’
ব্যাট হাতে উভয় দলই ধুকছে। তবে বর্ষীয়ান লাসিথ মালিঙ্গার নেতৃত্বে শ্রীলংকার রয়েছে অভিজ্ঞ বোলিং লাইন আপ। তুলনামুলক কম সংগ্রহ ২৩৩ রান নিয়েও ধনঞ্জয়া ডি নিলভাকে নিয়ে স্বাগতিক ইংল্যান্ডকে ২১২ রানে গুটিয়ে দিয়েছেন মালিঙ্গা।
আর একটা জয় নিশ্চিত করতে শ্রীলংকান ব্যাটসম্যানদের ভাল রান করতে হবে এবং তাদের বোলিং পরিপুরক হতে হবে।
দল :
শ্রীলংকা : দিমুথ করুনারতেœ(অধিনায়ক), নুয়ান প্রদীপ, আবিস্কা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, মিলিন্দা সিরিবর্দেনে, জেফরে বান্দারসে।
দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডরি ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকুয়াও, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, ইমরান তাহির, তাবরিজ শামসি।
বাসস/স্বব/১৭১৫/এমএইচসি