বাসস দেশ-১৬ : ঝর্ণাধারা চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

142

বাসস দেশ-১৬
সংস্কৃতি প্রতিমন্ত্রী-শোক
ঝর্ণাধারা চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ২৭ জুন, ২০১৯ (বাসস): নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব, একুশে পদকপ্রাপ্ত সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি জানান, ঝর্ণাধারা আজীবন মানবতার সেবায় আত্মনিয়োগ করেছেন। সমাজ ও মানব সেবায় অমূল্য অবদানের জন্য বাংলাদেশের মানুষ তাকে দীর্ঘকাল স্মরণ রাখবে। তার মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ সমাজ ও মানবতার কর্মীকে হারাল।
ঝর্ণাধারা চৌধুরী (৮০) আজ ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
বাসস/সবি/এসএস/১৭০৫/এএএ