নাটোরে মুজিববর্ষ পালন উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনার

222

নাটোর, ২৭ জুন, ২০১৯ (বাসস) : মুজিববর্ষ-২০২০ পালন উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনওয়ার হোসেন বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এ লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রায় ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী, ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী, ২০৩১ সালে টেকসই উন্নয়ন পরিকল্পনার পথ পরিক্রমায় আমরা পৌঁছে যেতে চাই ২০৪১ সালের কাংখিত উন্নত বাংলাদেশে।
প্রধান অতিথি আরো বলেন, মেগা পরিকল্পনা বাস্তবায়ন,শতভাগ বিদ্যুতায়ন, তথ্য প্রযুক্তির বিস্তার, অবকাঠামো উন্নয়ন, কৃষি,শিক্ষা,স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃস্টি হয়েছে। দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের মধ্য দিয়ে খুব সহজেই বঙ্গবন্ধুর কাংখিত উন্নত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। তবেই দেশের জন্যে জীবন উৎসর্গকারী বঙ্গবন্ধুর রক্তের ঋণ পরিশোধ সম্ভব হবে।
সেমিনারে সভা প্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান প্রজন্মের জন্যে আমরা ডিজিটাল বাংলাদেশ নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যে আহ্বান জানান তিনি।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী । সেমিনারে অংশগ্রহণকারীবৃন্দ গ্রুপ ভিত্তিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনারে উপস্থাপিত প্রমাণ্য চিত্রে বলা হয়, বর্তমানে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধির দিক দিয়ে বিশ্বের পাঁচটি শীর্ষস্থানীয় দেশের অন্যতম।