সংসদে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিলের রিপোর্ট উপস্থাপন

234

সংসদ ভবন, ২৭ জুন, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিল,২০১৯ এর ওপর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাাপন করা হয়েছে।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
ভেটেরিনারি প্রাকটিশনারদের রেজিস্ট্রেশন প্রদান এবং তাদের পেশাগত মান ও নৈতিকতা বজায় রাখার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১৮ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান ভেটেরিনারি প্রাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮২ রহিত করার প্রস্তাব করা হয়েছে।
বিলে বিদ্যমান অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত ভেটেরিনারি কাউন্সিল প্রস্তাবিত আইনের অধীন প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য করার প্রস্তাব করা হয়েছে।
বিলে ১৬ সদস্যের কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত এবং কার্যনির্বাহী কমিটি কাউন্সিল অনুমোদিত সব ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করতে পারবে বলে বিধানের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বিলে কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলী, কাউন্সিলের সভা, কার্যনির্বাহী কমিটি গঠন, রেজিস্ট্রার নিয়োগ, কর্মচারি নিয়োগ, কমিটি গঠন, ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতি, স্বীকৃতি প্রত্যাহার, ভেটেরিনারি প্রাকটিশনারদের নিবন্ধন, নিবন্ধন প্রত্যাহার, পরীক্ষা, সনদ প্রদান, নিবন্ধিত ভেটেরিনারি প্রাকটিশনারদের তালিকা প্রকাশ এবং তাদের দায়িত্ব ও কর্তব্য, প্যারাভেটদের শিক্ষার স্বীকৃতি, প্যারাভেটদের নিবন্ধন ও তাদের কার্যক্রম, নিবন্ধন স্থগিত, কাউন্সিলের বাজেট ও তহবিল, কল্যাণ তহবিল গঠন, হিসাবরক্ষণ ও নিরীক্ষাসহ অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বেসরকারি ভেটেরিনারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, কার্যক্রম, সেবার মান নিশ্চিত, নিবন্ধন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতা, বিধান লংঘনজনিত অপরাধের বিচার ও দন্ড প্রদানের বিধানের প্রস্তাব করা হয়েছে।