বাসস দেশ-২৮ : বেড়িবাঁধ এলাকার ৩টি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

172

বাসস দেশ-২৮
ভ্রাম্যমাণ আদালত-জরিমানা
বেড়িবাঁধ এলাকার ৩টি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা
ঢাকা, ২৬ জুন, ২০১৯ (বাসস) : তুরাগ নদীর পাড় দখল করে কারখানা স্থাপন ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে বায়ু দূষণের অপরাধে আশুলিয়া বেড়িবাঁধ এলাকার ৩টি রেডিমিক্স কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ মীর আক্তার হোসেন লিমিটেডকে ৪ লাখ টাকা, ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডকে ২ লাখ টাকা এবং এনডিই রেডিমিক্স কংক্রিট লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে।
পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে রেডিমিক্স কারখানা পরিচালনার অপরাধে এসব কারখানাকে জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া, তাৎক্ষণিকভাবে কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশ মোতাবেক বায়ু দূষণ প্রশমন, পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বায়ু দূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাসস/সবি/এফএইচ/১৯৩০/কেজিএ