পটিয়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ১২ যাত্রী দগ্ধ

240

চট্টগ্রাম, ২৬ জুন, ২০১৯ (বাসস) : জেলার চট্টগ্রামের পটিয়ায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ১২ জন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টার এর সামনে এ দুঘর্টনা ঘটে। স্থানীয়রা পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তাদের সবার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আবুল কালাম, আবদুল আলম, মো. জহির, আরিফ, তৌহিদুল ইসলাম, মো. লোকমান মিয়া, ইদ্রিস মিয়া, মো. হেলাল, মো. বেলাল, মো. জাহাঙ্গীর, মো. মামুন, মো. আবির। এসময় তারা বিদেশগামী এক নিকটাত্মীয়কে বিমানে তুলে দিয়ে সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন।
পটিয়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার রুপক কান্তি সরকার জানান, চট্টগ্রাম হতে সাতকানিয়া ধর্মপুরগামী একটি মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে । আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠিয়েছি। তাদের সবার অবস্থা কম বেশি দগ্ধ হওয়ায় চিকিৎসকরা তাদের চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।
পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ রিদুয়ানুল হক জানান, গাড়ির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া থানার এস আই রতন মল্লিক জানান, মাইক্রোবাসটির এসির কমপ্রেসার বিস্ফোরণ হয়ে গাড়ির ১২ জন যাত্রী আগুনে দগ্ধ হন। দগ্ধ মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়া হয়েছে।