বাজিস-২ : নাটোরে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

192

বাজিস-২
নাটোর-মহিলা সমাবেশ
নাটোরে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ
নাটোর, ২৬ জুন, ২০১৯ (বাসস) : উন্নয়নের স্রোতধারায় নারীদের অংশগ্রহণকে শাণিত করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ সম্পৃক্ত করণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার নাটোর সদর উপজেলার রহিমকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ মিজানুর রহমান সভা প্রধানের দায়িত্ব পালন করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা ফেরদৌসী।
সমাবেশে বক্তার বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নকামী বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে নারী ও শিশুরা অগ্রাধিকার পেয়েছে। শিশুদের জন্যে শিশু অধিকার সুসংহত করণের ব্যবস্থাসহ শিক্ষা উন্নয়ন এবং নারীদের জন্যে ক্ষমতায়নসহ বিভিন্ন প্রশিক্ষণ ও ভাতার মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের শিশুরাই আগামীতে দেশ ও জাতির কর্ণধার। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার পাশাপাশি মা’দের দায়িত্বশীল ভূমিকা শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
বাসস/সংবাদদাতা/১২১৫/-নূসী