বাসস ক্রীড়া-১৩ : যুবরাজের পাশে সাকিব

164

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বাংলাদেশ
যুবরাজের পাশে সাকিব
সাউদাম্পটন, ২৫ জুন, ২০১৯ (বাসস) : গতকাল সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬৯ বলে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ২৯ রানে ৫ উইকেট নেন সাকিব। তাই অনায়াসে ম্যাচ সেরা হন তিনি। ম্যাচে এমন দারুন পারফরমেন্সের মাধ্যমে ভারতের যুবরাজ সিং-এর রেকর্ডে ভাগ বসালেন সাকিব।
বিশ্বকাপের এক ম্যাচে ব্যাট হাতে ৫০ বা তার বেশি রান ও পাঁচ বা ততোধিক উইকেট শিকারে এককভাবে রেকর্ডটি এতদিন এককভাবে ধরে রেখেছিলেন ভারতের যুবরাজ। আফগানিস্তানের বিপক্ষে ম্যচের পর এবার যুবরাজের রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন সাকিব।
২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৫০ রান ও বল হাতে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন যুবরাজ। ২০১৫ দশম বিশ্বকাপ থেকে ঐ রেকর্ড ধরে রেখেছিলেন যুবরাজ। কিন্তু এবার এবার আফগানদের বিপক্ষে ৫১ রান ও ৫ উইকেট নিয়ে। যুবরাজের পাশে নিজের নাম তুললেন সাকিব।
বাসস/এএসজি/এএমটি/১৮৫০/স্বব