বাসস সংসদ-৫ : দশ বছরে সামাজিক নিরাপত্তায় ২২১৬৫.৭৩ কোটি টাকা দেয়া হয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

167

বাসস সংসদ-৫
সামাজিক নিরাপত্তা- ভাতা
দশ বছরে সামাজিক নিরাপত্তায় ২২১৬৫.৭৩ কোটি টাকা দেয়া হয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী
সংসদ ভবন, ২৫ জুন ২০১৯ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট ২২ হাজার ১৬৫ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ করেছে।
সরকারি দলের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি আজ সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এর মধ্যে বয়স্ক ভাতা ১৩ হাজার ৯৫৯ কোটি ৯০ লাখ টাকা, বিধবা ভাতা ৪ হাজার ৯৯৮ কোটি ২২ লাখ টাকা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৩ হাজার ২০৭ কোটি ৬১ লাখ টাকা রয়েছে।
তিনি জানান, চলতি অর্থ বছরে ৪ হাজার ৮০ কোটি ৬৪ লাখ টাকা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে বয়স্ক ভাতা ২ হাজার ৪শ’ কোটি টাকা, বিধবা ভাতা ৮৪০ কোটি টাকা ও প্রতিবন্ধী ভাতা ৮৪০ কোটি টাকা রয়েছে।
মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উপকারভোগীর নামের তালিকাসহ ডাটবেজ ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ( এমআইএস)’ এর মাধ্যমে ডিজিটাল তথ্য ভান্ডার করার কার্যক্রম চলছে।
বাসস/এমআর/১৭৪২/-অমি