পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে ডিএমপি কমিশনারের নির্দেশনা

210

ঢাকা, ২৫ জুন ২০১৯ (বাসস): ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া উগ্রবাদ, সন্ত্রাস ও মাদকসহ সব চ্যালেঞ্জ পেশাদারিত্বের সাথে মোকাবেলা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন।
ডিএমপি কমিশনার আজ মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ৩৬তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এ নির্দেশনা প্রদান করেন। এসময় ডিএমপিতে যোগদানকারী ১৪জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে কমিশনার বলেন, সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা এবং পেশাদারি দক্ষতার কারণে প্রতিটি চ্যালেঞ্জকে অত্যন্ত সফলভাবে ডিএমপি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি মনে করেন চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায়নি, সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জগুলো আপনারা পেশাদারিত্বের সাথে মোকাবেলা করবেন। তিনি বলেন, সারদায় আপনারা অনেক কিছু শিখেছেন কিন্তু ফিল্ডের বাস্তবতা ভিন্ন। দেশে ও বিদেশে আমাদের অফিসাররা দক্ষতার সাথে কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ অফিসাররা কাজ করে বিরল সম্মান বয়ে এনেছেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী পুলিশ। সেটি আমাদের অহংকার, সেটি আমাদের প্রেরণা ও শক্তির মূল উৎস। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি।
কমিশনার বলেন, সরকারের বহুমুখী পদক্ষেপের ফলে বর্তমানে পুলিশের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডিএমপিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে নৈরাজ্য সৃষ্টি করা সন্ত্রাসীদের কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন। এই ধারবাহিকতা নবীন পুলিশ কর্মকর্তাদের এগিয়ে নিতে হবে।
ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।