বাসস দেশ-২২ : জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

152

বাসস দেশ-২২
আইএসপিআর-সেনাবাহিনী-পরিদর্শন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান
ঢাকা, ২৫ জুন, ২০১৯ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুস্কা) এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ৩ দিনের সরকারি সফরে যাচ্ছেন তিনি।
সফরকালে সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন এবং সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নিবেন।এছাড়াও মিনুস্কার এসআরএসজি ও ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৯ জুন দেশে ফিরবেন।
বাসস/আইএসপিআর/এসএস/১৮১৭/শআ