বাসস দেশ-২১ : পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি টাকা কিস্তিতে পরিশোধে হাইকোটের্র নির্দেশ

141

বাসস দেশ-২১
হাইকোর্ট-আদেশ
পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি টাকা কিস্তিতে পরিশোধে হাইকোটের্র নির্দেশ
ঢাকা, ২৫ জুন, ২০১৯ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভারের ওপর গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে অবশিষ্ট ৪৫ লাখ টাকা কিস্তিতে মাসে ৫ লাখ করে পরিশোধ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদেশে বলা হয়, গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ প্রতিমাসের ৭ তারিখের মধ্যে এ টাকা প্রদান করবে। প্রতি মাসে ১৫ তারিখের মধ্যে টাকা পরিশোধ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
গ্রিনলাইনের পক্ষে আইনজীবী ছিলেন অজি উল্লাহ। তিনি গ্রিনলাইনের পক্ষে লিখিত বক্তব্য দাখিল করলেও আদালত তা আমলে নেননি। গ্রিনলাইন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত। পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ বহাল রেখে টাকা পরিশোধে গ্রিনলাইনকে কিস্তি করে দেয়া হয়।
এর আগে গত ১০ এপ্রিল রাসেল সরকারকে ৫০ লাখের মধ্যে পাঁচ লাখ টাকার চেক দেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে বাকি ৪৫ লাখ টাকা দিতে গ্রিনলাইন কর্তৃপক্ষ এক মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। সময় অনুযায়ি গ্রিনলাইন কর্তৃপক্ষ টাকা পরিশোধ না করায় আদালত আজ ক্ষোভ প্রকাশ করেন।
গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন সংরক্ষিত আসনের তৎকালীন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। এ রিটের প্রেক্ষিতে ২০১৮ সালের ১৪ মে রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
বাসস/এএসজি/ডিএ-কেসি/১৮২০/-আসচৌ