শরীয়তপুরের ভেদরগঞ্জে ‘এসডিজি’ বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

192

শরীয়তপুর, ২৫ জুন ২০১৯ (বাসস): প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট’-এর সহযোগিতায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন (এসডিজি) অভীষ্ট বাস্তবায়নে এক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস মহিউদ্দিন মিলনায়তনে আজ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।
সরকারের ১৭টি অভীষ্ট ও ৪০টি সূচক-এর উপর স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের বাস্তবায়নে করণীয় বিষয়ে দিনব্যাপি এ প্রশিক্ষনে বিভিন্ন শ্রেণীর ৮০ জন অংশ গ্রহণ করেন।
কর্মশালায় সম্মানীত অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যাণ আকলিমা বেগম লিপি প্রমুখ।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার শাহ মহম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা দাবিদ্র বিমোচন কর্মকর্তা মো. শহীদুর ইসলাম ও মো. জাকির হোসেন।