বাজিস-৭ : কুড়িগ্রামের চিলমারীতে অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

149

বাজিস-৭
কুড়িগ্রাম- অটিজম
কুড়িগ্রামের চিলমারীতে অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম, ২৫ জুন ২০১৯ (বাসস) : জেলার চিলমারীতে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ’ প্রকল্পে আওতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দিনব্যাপী এই ওরিয়েন্টেশন ওয়ার্কশপের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুজ্জোহার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের আলী’র সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ছকিনা বেগম, চিলমারী হাসপাতালের আরএমও ডা. মোছা. মোস্তারি বেগম, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মোস্তাফিজার রহমান প্রমুখ।
বক্তারা অটিজম বিষয়ে বর্তমান সরকারের পরিকল্পনার প্রশংসা করে বলেন, অটিজম নিয়ে কাজ করায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অটিজমে আক্রান্ত শিশুদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, অটিজমে আক্রান্ত শিশুরা আর বোঝা নয়, তারা সম্পদে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৭৪০/এমকে