প্রতি উপজেলায় একটি করে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হবে : নুরুজ্জামান আহমেদ

235

সংসদ ভবন, ২৫ জুন, ২০১৯ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, কোমলমতি প্রতিবন্ধী শিশুদের জন্য দেশের প্রতি উপজেলায় একটি করে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
সরকারি দলের মাহমুদ উদ সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি আজ সংসদে এ কথা জানান।
মন্ত্রী জানান, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, ২০০৯ এর আওতায় বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ৬২টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও ১১টি ‘স্পেশাল স্কুল ফর চিলড্রেন’ এর কার্যক্রম চালু রয়েছে।
তিনি জানান, প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, ২০০৯ যুগোপযোগী করতে নীতিমালাটি সংশোধনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ নীতিমালাকে বিভাজন করে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মন্ত্রী বলেন, নীতিমালার আওতায় পর্যায়ক্রমে দেশের প্রতি উপজেলায় একটি করে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা সম্ভব হবে।