জয়পুরহাটে কাব স্কাউটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

328

জয়পুরহাট, ২৫ জুন, ২০১৯ (বাসস) : প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পরিচালিত কাব স্কাউটদের জন্য জেলা স্কাউট ভবনে অয়োজিত তিন দিন ব্যাপী ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স শেষে মঙ্গলবার সনদপত্র বিতরণ করা হয়।
জেলা স্কাউট কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসেবে কাব-স্কাউটদের হাতে সনদপত্র তুলে দেন। কোর্স পরিচালক জেলা কাব লীডার হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত জেলার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, জেলা স্কাউটসের সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ কমিশনার রায়হানুল আলম, জেলা স্কাউটসের সহকারি কমিশনার নন্দলাল পার্শী প্রমুখ। তিন দিনব্যাপী আয়োজিত ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্সে কাব-স্কাউটদের দক্ষতা উন্নয়ন মূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন কাব স্কাউট ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।