জয়পুরহাটে যৌন হয়রানি, বাল্য বিয়ে ও মাদক বিরোধী আলোচনা

335

জয়পুরহাট, ২৫ জুন, ২০১৯ (বাসস) : সদরের তেঘর উচ্চবিদ্যালয়ে মঙ্গলবার যৌন হয়রানি, ইভটিজিং, বাল্য বিয়ে ও মাদক বিরোধী বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচন সভার আয়োজন করা হয়।
যৌন হয়রানি, ইভটিজিং, বাল্য বিয়ে ও মাদকের কুফল তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিাসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম সোলায়মান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।