বাসস বিদেশ-৭ : ইরানের ওপর নতুন অবরোধ অবৈধ : রাশিয়া

175

বাসস বিদেশ-৭
রাশিয়া-ইরান
ইরানের ওপর নতুন অবরোধ অবৈধ : রাশিয়া
মস্কো, ২৪ জুন, ২০১৯ (বাসস) : ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপের প্রস্তুতি নেয়ার প্রেক্ষাপটে রাশিয়া এই অবরোধ আরোপকে অবৈধ উল্লেখ করে এর নিন্দা করেছে।
সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এ অবরোধকে অবৈধ বিবেচনা করছি।
ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর ডোনাল্ড ট্রাম্প তেহরানে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়ে পরক্ষণেই তার মত বদলান।
এর পরিবর্তে তিনি ইরানের ওপর সোমবার বড় ধরণের অতিরিক্ত অবরোধ আরোপের কথা বলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি সম্পাদিত হয়েছিল যুক্তরাষ্ট্র গত বছর একতরফাভাবে এ থেকে থেকে বেরিয়ে আসে এবং এর পরই তেহরানের সঙ্গে দেশটির উত্তেজনাকর সম্পর্ক তৈরি হয়।
বাসস/জুনা/১৯০৫/আরজি