বিদেশে ১৩টি মিশনে নিজস্ব চ্যানসারী ভবন রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

266

সংস ভবন, ২৪ জুন ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৭৭টি মিশনের মধ্যে বর্তমানে ১৩টি নিজস্ব চ্যান্সারী ভবন রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের হাজী মো. সেলিমের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান যে সব দেশে চ্যান্সারী ভবন রয়েছে সেগুলো হচ্ছে, ভারত (দিল্লী), ভারত (কোলকাত), চীন (বেইজিং), জাপান (টোকিও), যুক্তরাজ্য (লন্ডন), বেলজিয়াম (ব্রাসেলস), দক্ষিণ আফ্রিকা ( প্রিটোরিয়া), যুক্তরাষ্ট ্র(লস এঞ্জেলস), যুক্তরাষ্ট ্র(ওয়াশিংটন), যুক্তরাষ্ট ্র( নিউইয়র্ক স্থায়ী মিশন), ডেনমাকর্ (কোপেনহেগেন), ইটালি (রোম) এবং সৌদি আরব (রিয়াদ)।
তিনি বলেন, এছাড়া ৬টি দেশে নিজস্ব মালিকানাধীন রাষ্ট্রদূতের বাসভবন রয়েছে। এসব দেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র ওয়াশিংটন (ডিসি), যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক স্থায়ী মিশন), যুক্তরাজ্য (লন্ডন), ডেনমার্ক(কোপেনহেগেন) ও কানাডা(অটোয়া।
মন্ত্রী জানান, এর বাইরে বাংলাদেশের মালিকানাধীন ৫টি চ্যান্সারী ভবন (রাষ্ট্রদূতের বাসভবনসহ) নির্মাণাধীন রয়েছে। এসব হচ্ছে, পাকিস্তান (ইসলামাবাদ), তুরস্ক (আঙ্কারা), জার্মানী (বার্লিন), ভুটান (থিম্পু) এবং ব্রুনাই (বন্দরসেরি বেগওয়ান)। এছাড়া যুক্তরাষ্ট্রের লস-এঞ্জেলস এ কনসাল জেনারেলের বাসভবন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।