বাসস দেশ-১১ : পলিথিন উৎপাদন ও বিপণনের অপরাধে ৪টি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

145

বাসস দেশ-১১
ভ্রাম্যমাণ আদালত-জরিমানা
পলিথিন উৎপাদন ও বিপণনের অপরাধে ৪টি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা
ঢাকা, ২৪ জুন, ২০১৯ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, বিপণন ও বিতরণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত আজ রাজধানীর পুরান ঢাকার ৪টি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।
এছাড়া এসব কারখানা ও ২টি গুদাম হতে আনুমানিক প্রায় ১৫ টন পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত আজ রাজধানীর ইসলামবাগ ও চকবাজার এলাকায় এসব কারখানায় অভিযান চালায়।
এছাড়া, ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানী লি. (ডিপিডিসি) এর সহযোগীতায় তাৎক্ষণিকভাবে চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগর কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এফএইচ/১৮৩৪/এএএ