বাজিস-১১ : জয়পুরহাটের ক্ষেতলালে দু’দিনব্যাপী শিশু মেলা শুরু

186

বাজিস-১১
জয়পুরহাট- শিশু মেলা
জয়পুরহাটের ক্ষেতলালে দু’দিনব্যাপী শিশু মেলা শুরু
জয়পুরহাট, ২৪ জুন, ২০১৯ (বাসস): জেলার ক্ষেতলাল উপজেলায় আজ থেকে দু’দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে।
‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ ভাবে আয়োজনে শহীদ মিনারে শিশু মেলার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান এ শিশু মেলা উদ্বোধন করেন। পরে মেলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মাফুজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার নাদিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাবেয়া ইয়াসমিন, পরিবার পরিকল্পনা অফিসার বকুল কুমার রায় প্রমুখ।
দু’দিনব্যাপি এ মেলায় শিশুদের জন্য রয়েছে কুইজ ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টলে সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৭২৫/এমকে