বাসস ক্রীড়া-২১ : সামনের সব ম্যাচই নক আউট পর্ব বিবেচনা করছেন টাইগার কোচ রোডস

489

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-বাংলাদেশ-রোডস
সামনের সব ম্যাচই নক আউট পর্ব বিবেচনা করছেন টাইগার কোচ রোডস
সাউদাম্পটন, ২৩ জুন ২০১৯ (বাসস) : আগামীকাল দ্বাদশ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ তা দলের খেলোয়াড়রা বেশ ভালোই জানে বলে মনে করেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। লিগ পর্বের আগামী তিন ম্যাচই বাংলাদেশের জন্য নক-আউট, তারপরও এই ম্যাচগুলোতে দল যাতে কোন চাপ না নেয় সেই পরামর্শও দিয়েছেন রোডস।
ম্যাচ আগে আজ সংবাদ সম্মেলনে রোডস বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ তা ভালোই করে জানে ছেলেরা। সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছে। তবে এই ম্যাচকে বাঁচা-মরার লড়াই ধরে নিলে চাপে পড়ে যাবো আমরা। আমি চেষ্টা করবো দল যেন চাপমুক্তভাবে খেলতে নামে। আমার কাজ হলো, তারা যেন বুদ্ধিমানের মতো শুধু ম্যাচের দিকে মনোযোগ দিয়ে ভালো খেলতে পারে। নিজেরাই বেশি চাপ নিয়ে ফেললে প্রত্যাশামতো ফল হয়তো পাবো না।’
এখন পর্যন্ত ৬ ম্যাচে ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাই দলের পারফরমেন্সে খুশী রোডস। তারপরও লিগ পর্বে সামনের সবগুলো ম্যাচ জিততেই হবে বলে জানান তিনি। লিগ পর্ব জিতলে পরের রাউন্ডে যেতে পারলে আরও দু’ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বপ্নও দেখছেন তিনি, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। এটা আমাদেরকে ভরসা দিচ্ছে। কিন্তু আমাদেরকে ম্যাচের পর ম্যাচ জিততে হবে। জয়ের ধারাবাহিকতায় থাকতে হবে। যদি প্রত্যেকটি ম্যাচকে আলাদা করে ভাগ করেন এবং সেই ম্যাচগুলো জিততে পারেন তাহলে আমাদের হাতে পাঁচ ম্যাচ আছে। এ ম্যাচগুলো জিতলেই তো বিশ্বকাপ জিতে যাই আমরা। এজন্য পাঁচটি ম্যাচকে আমরা নক আউট হিসেবেই দেখছি আমরা।’
তারপরও আগামীকালকের ম্যাচকে বেশি ফোকাস করছেন রোডস, ‘কাল আফগানিস্তানের সাথে ম্যাচ। এটিই এখন আমাদের প্রধান লক্ষ্য। তাদের দলে বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার আছে। ভারতের বিপক্ষে তারা সত্যিই খুব ভালো খেলেছে। আগামীকাল কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য। তবে সেজন্য আমরা ভীত নই, দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী।’
বাসস/এএসজি/এএমটি/২৩৫০/স্বব