বাসস দেশ-৩২ : কক্সবাজারে ভারতীয় দূতাবাসের উদ্যোগে ইয়োগা দিবস উদযাপিত

300

বাসস দেশ-৩২
কক্সবাজার-ইয়োগা দিবস
কক্সবাজারে ভারতীয় দূতাবাসের উদ্যোগে ইয়োগা দিবস উদযাপিত
কক্সবাজার, ২৩ জুন, ২০১৯ (বাসস) : ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজনে পর্যটন শহর কক্সবাজারে উদযাপিত হয়েছে ৫ম আন্তর্জাতিক ইয়োগা বা যোগ দিবস।
আজ সকালে এ উপলক্ষে শহরের কলাতলীর একটি হোটেলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য চ্যাটার্জি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক।
অনুষ্ঠানের শুরুতেই যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। ওই বার্তায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য বিশ্ববাসীকে নিয়মিত ইয়োগা করার আহ্বান জানানো হয়। ভিডিও বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ইয়োগা সবার জন্য এবং ইয়োগার জন্য সবাই।
চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য চ্যাটার্জি বলেন, ভারতে প্রস্তাবে ২০১৪ সালের ১১ ডিসেম্বর ১৭৭টি দেশের সমর্থনে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ২১ জুন সারা বিশ্বে ইয়োগা বা যোগ দিবস পালিত হচ্ছে।
ঘন্টাব্যাপী অনুশীলনে কক্সবাজারের প্রায় চার শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় শরীর ও মন সুস্থ করতে ইয়োগার গুরুত্বের কথা তুলে ধরেন ইয়োগা প্রশিক্ষক মাম্পি দে।
বাসস/সবি/এমএআর/২০৩০/-জেজেড