বাসস ক্রীড়া-১৫ : ধোনির পরামর্শেই সামির …..

189

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিশ্বকাপ-ভারত-আফগানিস্তান
ধোনির পরামর্শেই সামির …..
লন্ডন, ২৩ জুন ২০১৯ (বাসস) : দ্বিতীয় কোন ভারতীয় হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে হ্যাটট্রিক উইকেট লাভের গৌরব অর্জন করেছেন মোহাম্মদ সামি। এর আগে ১৯৮৭ বিশ্বকাপে ভারতের হয়ে চেতন শর্মা প্রথম হ্যাট্রিক করেছিলেন। গতকাল আফগানিস্তানের বিপক্ষে পরপর তিন উইকেট নিয়ে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে দশম বোলার হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন সামি।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে সামি সহ ভারতীয় বোলারদের আঁটশাট বোলিংয়ের কল্যাণে স্বল্প রানের পুঁজি নিয়েও জয়লাভ করতে সক্ষম হয় শিরোপা প্রত্যাশী ভারত। নিজের এই সফলতার পেছনে ভারতের সাবেক অধিনায়ক মাহিদ্র সিং ধোনির উপদেশ কাজে লেগেছে বলে জানান সামি।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল একেবারের সাদামাটা। নিখুঁত বল করতে হবে। মাহি ভাই (ধোনি) আমাকে ইয়র্কার বল করার পরামর্শ দিয়েছিলেন। বলেন, তোমার সামনে হ্যাট্রিক করার দারুন সুযোগ রয়েছে। তবে বোলিংয়ে কোন পরিবর্তন আনবে না। এটি একটি বিরল সুযোগ। তাই তোমাকে একই কাজটিই করতে হবে। তিনি যেভাবে বলেছিলেন, আমি ঠিক সেইভাবেই কাজ করেছিলাম।’
অথচ আগের তিন ম্যাচে একাদশেই সুযোগ ছিলনা সামির। ভুবনেশ্বর কুমার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তিনি একাদশে সুযোগ পেয়েছিলেন। বাংলার পেসার বলতে গেলে ভাগ্যজোরেই একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন। সামি বলেন, ‘ভাগ্য জোরেই একাদশে সুযোগ পেয়েছিলাম। আমিও অপেক্ষায় ছিলাম সুযোগের। যাতে আমি সেটি কাজে লাগাতে পারি। আর আমি একেবারে হ্যাট্রিকই পেয়ে গেলাম। বিশ্বকাপে অন্তত এটি বিরল অর্জন। আমি এজন্য খুবই খুশি।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯২৫/স্বব