বাসস ক্রীড়া-১৪ : মাথায় বলের আঘাত নিয়ে মাঠ ছাড়লেন মিরাজ

204

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বাংলাদেশ
মাথায় বলের আঘাত নিয়ে মাঠ ছাড়লেন মিরাজ
সাউদাম্পটন, ২৩ জুন ২০১৯ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ। আগামীকাল সাউদাম্পটনের রোজ বোলে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সাউদাম্পটনে অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন মেহেদি হাসান মিরাজ। অনুশীলনের এক ফাঁেক সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। এ সময় নেটে ব্যাট করছিলেন সাব্বির রহমান। তার একটি শট মাটিতে ড্রপ করে মিরাজের মাথায় আঘাত করে।
বলের আঘাতের পর বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় মিরাজ। মাঠের ভেতরই মিরাজকে প্রাথমিক চিকিৎসা দেন ফিজিও থিহান চন্দ্রমোহন। পরে ড্রেসিংরুমে নিয়ে তাকে আরও চিকিৎসা দেয়া হয়।
পরে নেটে ব্যাটিংও করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু ফিজিও তাতে সম্মতি দেননি। মিরাজকে আরও পর্যবেক্ষণে রাখতে চান তিনি।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত বল হাতে ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। ব্যাট হাতে রান করেছেন ৩০।
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বাসস/এএসজি/এএমটি/১৯২২/স্বব