বাসস ক্রীড়া-১২ : কাঁদলেন ব্র্যাথওয়েট, সান্তনা দিল কিউইরা

191

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বিশ্বকাপ-উইন্ডিজ-নিউজিল্যান্ড
কাঁদলেন ব্র্যাথওয়েট, সান্তনা দিল কিউইরা
ম্যানচেস্টার (ইউকে), ২৩ জুন ২০১৯ (বাসস/এএফপি) : ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানেই ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই পর্যায়ে মাত্র ৮২ বলে ১০১ রানের অসাধারণ একটি ইনিংসের মাধ্যমে ক্যারিবীয়দের প্রায় জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে এসেছিলেন ক্যারিবীয় অল রাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। শেষ উইকেটে জয়ের জন্য মাত্র ৬ রানের প্রয়োজন ছিল ক্যারিবীয়দের। তখনো হাতে রয়েছে ৭টি বল। কিছুটা রয়ে সয়ে খেললে হয়তো দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের পরাজয়ের স্বাদ পাইয়ে দিতে পারতেন তিনি।
কিন্তু সেই পথে হাটলেননা তিনি। খুঁজছিলেন কিভাবে ছয় মেরে দলকে জয়ের বন্দরে  পৌঁছে দেয়া যায়। চেষ্টাও করেছিলেন। জিমি নিসামের ৪৮তম ওভারের পঞ্চম বল লং অন দিয়ে উড়িয়ে মারেন তিনি। কিন্তু বিধি বাম। বাউন্ডারী পেরুনোর আগেই দুর্দান্ত ক্যাচ লুফে নেন ট্রেন্ট বোল্ট। এতেই ৫ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তখনই তিনি বুঝতে পারেন নিজের ভুলটি। আবেগে ভেঙ্গে পড়েন ব্র্যাথওয়েট। তার ওই বোকামীর কারণেই টুর্নামেন্টের শেষ চারে খেলার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। এমন আবেগ দেখে ব্র্যাথওয়েটকে সান্তনা দেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা।
খেলা শেষে ব্রাথওয়েট সাংবাদিকদের বলেন,‘ আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলাম। তবে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারলেই এর সার্থকতা আসত। কিন্তু লাইনে গিয়েই আমি ধার পড়ে গেলাম।’
শেষ উইকেট জুটিতে ওশানে থামাসকে সঙ্গী করে দাপটের সঙ্গেই ৪১ রান যোগ করেছিলেন ব্রাথওয়েট। তিনি বলেন,‘ সবাই ধরে নিয়েছিল আমরা লক্ষ্য অতিক্রম করতে যাচ্ছি। লোয়ার অর্ডারে আমাদের সংগ্রাম ছিল দুর্দান্ত।’
তবে আউট হবার পর হাঁটু গেড়ে বসে কন্নায় ভেঙ্গে পড়েন এই ক্যারিবীয় অল রাউন্ডার। এ সময় ক্রীড়াবিদ সুলভ আচরণ দেখিয়ে তাকে সান্তনা দিতে এগিয়ে আসেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও তার সতীর্থরা। তাদের ওই আচরণে মুগ্ধ ব্র্যাথওয়েট বলেন,‘ নিউজিল্যান্ডের জনগন বিশ্বের সেরা ভাল মানুষগুলোর অন্যতম। তাদের কাছ থেকে আমি দারুন ক্রড়িাবিদ সুলভ আচরণ পেয়েছি। প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি তাদের এমন আচরণ সত্যি প্রশংসা পাবার দাবীদার।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪৮/স্বব