বাসস ক্রীড়া-১১ : বিশ্বকাপে ভারতের ৫০তম জয় এবং অন্য কিছু রেকর্ড

177

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিশ্বকাপ
বিশ্বকাপে ভারতের ৫০তম জয় এবং অন্য কিছু রেকর্ড
ঢাকা, ২৩ জুন, ২০১৯ (বাসস) : ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে ৫০ ম্যাচে জয়ের রেকর্ড গড়লো ভারত। এ তালিকায় সর্বোচ্চ ৬৭ ম্যাচে জয় আছে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩টি নিউজিল্যান্ডের।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ১১ রানের জয়ে বিশ্বকাপে ৫০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এটাই ভারতের সবচেয়ে কম ব্যবধানের জয়। এর আগে সবচেয়ে কম ১৬ রানের জয়টি ছিল ১৯৮৭ বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে।
৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপে ১৯৮৭ আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে গতকাল হ্যাট্রিক করেন মোহাম্মদ সামি। ভারতের দ্বিতীয় হলে সব মিলিয়ে এ কৃতিত্ব গড়া দশম বোলার এখন সামি। ওয়ানডে ক্রিকেটে চেতন শর্মা, কপিল দেব ও কুলদীপ যাদবের পর ভারতীয় চতুর্থ হ্যাট্রিক ম্যান সামি।
গতকালের ম্যাচ দিয়ে লিস্ট এ’ ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ ১৪০টি স্পাম্পিংয়ের মাইলফলক স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। এত দিন ১৩৯টি স্টাম্পিং নিয়ে যৌথভাবে পাকিস্তানের মঈন খানের সঙ্গে শীর্ষে ছিলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে চেন্নাইয়ে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশুর পর গতকাল আফগানিস্তানের রশিদ খান ধোনির দ্বিতীয় স্টাম্পিংয়ের শিকার হলেন।
চলতি বিশ্বকাপে আগের তিন ম্যাচে ৫৩ ওভারে স্পিনারদের বিপক্ষে কোন উইকেট হারায়নি ভারত। পক্ষান্তরে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৩৪ ওভারে পাঁচ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।
ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের রস টেইলর এবং কেন উইলিয়ামসন চতুর্থবার ১৫০’র বেশি রানের জুটি গড়লেন। যা নিউজিল্যান্ডের যেকোন জুটির সর্বোচ্চ। ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে তাদের ১৬০ রানের জুটি তৃতীয় সর্বোচ্চ। কিউইদের সর্বোচ্চ জুটি ১৬৮ রানের। ১৯৯৬ সালে টেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা গড়েছিলেন লী জারমন ও ক্রিস হ্যারিস।
ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২২ উইকেট এখন ক্রিস গেইলের দখলে। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ কোর্টনি ওয়ালসের ২১ উইকেট পিছনে ফেলেছেন গতকাল গেইল। ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আটটি হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন গেইল। নয়টি হাফ সেঞ্চুরি নিয়ে তার ওপড়ে আছেন কেবলমাত্র ব্রায়ান লারা।
ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে ছয় নম্বর কিংবা তার পরে নেমে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়েট। তার আহে এমন কৃত্বি গড়েছেন ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ানন ও ২০১৯ আসরে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জস বাটলার।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ রান জয় পেয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপে যা তাদের দ্বিতীয় কম ব্যবধানের জয়। কিউইদের সবচেয়ে কম ব্যবধানে জয় তিন রানের। ১৯৮৭ বিশ্বকাপে হায়াদারাবাদে তারা জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র তিন রানে জয় পেয়েছিল। ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ছিল নিউজিল্যান্ডের টানা পঞ্চম জয়।
বাসস/স্বব/১৮২৫/এমএইচসি