বাসস দেশ-১৭ : রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ করায় প্রায় ৩২ লাখ টাকা জরিমানা

176

বাসস দেশ-১৭
ট্রাফিক অভিযান-জরিমানা
রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ করায় প্রায় ৩২ লাখ টাকা জরিমানা
ঢাকা, ২৩ জুন, ২০১৯ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩১ লাখ ৭৮ হাজার ১ শ’ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপি সূত্রে এসব তথ্য জানাযায়।
ডিএমপি জানায়, আইন ভঙ্গ করায় ৭ হাজার ২ শ’ ৯টি মামলা ও অভিযানকালে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৭ শ’ ৬৩টি গাড়ি রেকার করা হয়েছে।
অভিযানে উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১ শ’ ২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১ হাজার ৫ শ’ ৩টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৫শ’ ৩৪টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া ট্রাফিক অভিযানে ১ শ’ ৩৮টি মোটর সাইকেল আটক করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানাগেছে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেছে বলে ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানিয়েছে।
বাসস/সবি/এমএমবি/১৭১৫/এসই