বাজিস-৬ : টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

146

বাজিস-৬
টাঙ্গাইল- শ্রমিক- মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইল, ২৩ জুন, ২০১৯ (বাসস) : জেলার কালিহাতী উপজেলায় আজ বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শ্রমিকের নাম নুরুল ইসলাম (৪০)। তিনি একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামের জাবেদ আলীর পুত্র।
নুরুল ইসলামকে বাঁচাতে গিয়ে জোয়াদ আলী (৪৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিককে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার কদমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ জানান, আজ সকাল ৮টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী এলাকার একটি পুকুরে মাটিকাটার কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় সেচ পাম্পের ঝুঁকিপূর্ণ ফাঁটা তারে জড়িয়ে নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জোয়াদ আলী নামে অপর এক শ্রমিকও আহত হন।
তাদের দু’জনকে উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। আহত জোয়াদ আলীকে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭১০/এমকে