বাসস দেশ-১৪ : বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজে গতি ও জবাবদিহিতা বাড়বে : এলজিআরডি মন্ত্রী

161

বাসস দেশ-১৪
তাজুল-চুক্তি
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজে গতি ও জবাবদিহিতা বাড়বে : এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৩ জুন, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজের গতি ও জবাবদিহিতা বাড়বে এবং সম্ভাব্য উপকারভোগীরা লাভবান হবে।
আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের সাথে এর আওতাধীন ২০টি দপ্তর ও সংস্থার ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট সংস্থা এ চুক্তি বাস্তবায়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষর শুধু আনুষ্ঠানিকতা নয়; এ চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় রুপকল্প ২০২১ অর্জনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
স্থানীয় সরকার বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ এবং বিভিন্ন দপ্তর/সংস্থার পক্ষে স্বাক্ষর করেন দপ্তর/সংস্থা প্রধান অথবা প্রধান নির্বাহী কর্মকর্তারা।
বাসস/সবি/বিকেডি/১৬৫৫/কেকে