বাসস দেশ-১০ : কারাগারে বন্দীদের সংখ্যা ধারণ ক্ষমতা চিকিৎসকের সংখ্যা পদের তালিকা চেয়েছে হাইকোর্ট

160

বাসস দেশ-১০
হাইকোর্ট-আদেশ
কারাগারে বন্দীদের সংখ্যা ধারণ ক্ষমতা চিকিৎসকের সংখ্যা পদের তালিকা চেয়েছে হাইকোর্ট
ঢাকা, ২৩ জুন, ২০১৯ (বাসস) : সারাদেশের ৬৮টি কারাগারে বন্দীদের ধারণ ক্ষমতা, বন্দী ও চিকিৎসক সংখ্যা এবং চিকিৎসকের শুন্য পদের তালিকা দাখিল করতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও্ বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেয়। আগামী ছয় সপ্তাহের মধ্যে এ তালিকা দাখিল করতে আদেশ দেয়া হয়েছে।
একই সঙ্গে সারাদেশের কারাগারে মানসম্মত থাকার জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষনা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পৃথক রুলে কারা চিকিৎসকের শুন্য পদে নিয়োগ করে বন্দীদের চিকিৎসা সেবা নিশ্চিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষনা করা হবে না- তার কারণ জানাতে চাওয়া হয়েছে।
আইন সচিব, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা বিভাগ), স্বাস্থ্য সচিব, সমাজ কল্যাণ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কারা মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহায়তা করেন আইনজীবী শাম্মী আকতার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাাহ আল মাহমুদ বাশার।
সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন গত মার্চে রিট আবেদনটি দায়ের করেন। রিটে বলা হয়, দেশে ৬৮টি কারাগার রয়েছে। এরমধ্যে ১৩টি কেন্দ্রিয় এবং বাকি ৫৫টি জেলা কারাগার। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের কারণে কয়েদিরা নানা রোগে ভুগছেন। অসুস্থ হয়ে পড়লে যথাযথ চিকিৎসা সেবা থেকেও তারা বঞ্চিত। রিটের সঙ্গে এ সংক্রান্ত কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করেন তিনি।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন রিটকারী। নোটিশের জবাব না পেয়ে তিনি রিটটি করেন। শুনানি নিয়ে আজ উল্লেখিত আদেশ দেয় আদালত সাংবাদিকদের এ কথা জানান এ আইনজীবী রিটকারী।
বাসস/এএসজি/ডিএ/১৬১৫/কেকে