বাজিস-১ : জয়পুরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন

226

বাজিস-১
জয়পুরহটি-পাবলিক সর্ভিস দিবস
জয়পুরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন
জয়পুরহাট, ২৩ জুন, ২০১৯ (বাসস) : যুগোপযোগী সুশাসন নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায়। আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯ পালন উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সরকারি, বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী ও স্কাউটদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেষ হয়। এখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইশরাত ফারজানা। নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পাবলিক সার্ভিসের উপর একটি পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন উপস্থাপন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা সেলিম শাহ্, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, ডিএমএসএস নির্বাহী পরিচালক মাহবুবা বেগম প্রমুখ। বক্তারা যুগোপযোগী সুশাসন নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
বাসস/সংবাদদাতা/১১৫৫/-নূসী