বাসস ক্রীড়া-৮ : ইংল্যান্ডের বিপক্ষে জয়ে অনেক আত্মবিশ্বাস যোগাবে লংকানদের : মাহেলা

221

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিশ্বকাপ
ইংল্যান্ডের বিপক্ষে জয়ে অনেক আত্মবিশ্বাস যোগাবে লংকানদের : মাহেলা
লন্ডন, ২২ জুন, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত জয় শ্রীলংকার অনেক কিছ্ইু বদলে দেবে মনে করছেন ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবর্ধনে। তার মতে আগের ম্যাচগুলোতে লংকানরা ‘কিছুটা ভীত অবস্থায়’ খেলেছে। তাই এ জয় শ্রীলংকা দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অনেক ভাল কিছু বদলে দেবে।
চলতি বিশ্বকাপে হেডিংলিতে গতকাল কম সংগ্রহ ২৩৩ রান ডিফেন্ড করে ফেবারিট ইংল্যান্ডেকে ২১২ রানে আটকে দিয়ে ২০ রানের জয় পায় শ্রীলংকা।
আইসিসির এক কলামে মাহেলা রিখেছেন, ‘আমি আশা করছি এই জয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকাকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে। বিশ্ব সেরাদের একটি দরকে তারা হারিয়েছে এবং তাদের নিজেদের আত্মবিশ্বাস দরকার।’
‘একটা সময় মনে হয়েছে তারা কিছুটা ভীত সন্ত্রস্ত অবস্থায় খেলেছে এবং সত্যিকারার্থে তারা নিজেদের প্রকাশ করতে পারছেনা। এই জয় তাতে পরিবর্তন আনবে।’
ইংল্যান্ড দলের চার গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া লাসিথ মালিঙ্গার প্রশংসা করে সাবেক অধিনায়ক মাহেলা বলেন, ‘এটা ছয় প্যাক সম্পর্কে নয়, এটা দক্ষতার বিষয় এবং ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার জয়ে মালিঙ্গা দেখিয়ে দিয়েছেন। বছরের পর বছর তিনি বহুবার শ্রীলংকার হয়ে এমনটা করে দেখিয়েছেন। তবে তাকে তার সেরা অবস্থায় দেখতে পেয়ে বেশ ভাল লাগছে।’
লংকানদের একজন মালিঙ্গা স্পেশাল দরকার ছিল এবং বর্ষীয়ান এ বোলার তার ফাস্ট বোলিং প্রদর্শনের মাধ্যমে তা করে দেখিয়েছেন।
মাহেলা বলেন, ‘নতুন বলে তিনি একটা বিশেষ মিশনে ছিলেন শুরুতেই গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন যা ২৩৩ রানরে মত ছোট সংগ্রহ নির্ভর করতে শ্রীলংকার প্রয়োজন ছিল।
‘জো রুট যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল এমন ইনিংস দিয়ে তিনি ম্যাচকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন। এমন অবস্থায় অধিনায়ক দিমুথ করুনারতেœ মালির কাছে বল তুলে দেন। তিনি বলছিলেন তাকে দরকার এবং মালি সেটা করলেন।’
‘বড় খেলোয়াড়রা বড় ম্যাচে পারফর্ম করেন এবং তিনি রুটকে এবং এরপর ইংল্যান্ডকে জয় পাইয়ে দিতে সক্ষম জস বাটলারকে আউট করে তিনি সেটাই করলেন।’
লংকান অধিনায়কেরও প্রশংসা করনে মাহেলা, ‘নিজ খেলোয়াড়দের ওপড় আস্থা রাখায়, গুরুত্বপূর্ণ সময়ে অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভাকে আনা এবং তার প্রতিদান পাওয়ায় আমি সত্যিই দিমুথের অধিনায়কত্বে মুগ্ধ।’
‘এমনকি তাদের ব্যাটিংয়ের পরও আমার মনে হয়েছে এটা প্রতিদ্বন্দ্বিতা করার মত একটা সংগ্রহ। কারণ উইকেট ছিল খুবই মন্থর।’
এ্যাঞ্জেলো ম্যাথুজ রানে ফেরায় খুশি মাহেলা বলেন, ‘এ্যাঞ্জেলো ম্যাথুজ রান করছে- দেখে ভাল লেগেছে। তিনি এখনো নিজের সেরা ফর্মে নেই এবং বলতেই পারেন সত্যিকারার্থেই তার ভাল একটা স্কোর করা দরকার ছিল।’
একটা সময় আমি তাকে আরো বেশি আক্রমনাত্মক দেখতে চেয়েছিলাম। কিন্তু অপরপ্রান্তে উইকেট পড়ে যাচ্ছিল। সে খুবই ভাল একটি ইনিংস খেলেছে এবং ব্যাটিং লাইন আপকে টেনে তুলেছে। আবিস্কা ফার্নান্দোর কথাও বলতে হয়। তার পারফরমেন্স শ্রীলংকা ভক্তদের ভবিষ্যতে অনেক আনন্দ দেবে।’
এ অপ্রত্যাশিত ফল টুর্নামেন্টের গতি পথ বদলে দেবে উল্লেখ করে মাহেলা বলেন, ‘এটা শ্রীলংকার জন্য অনেক বড় জয়। তবে একই সাথে বিশ্বকাপের জন্যও এবং শিরোপার বিষয়টি উন্মুক্ত হয়ে গেল।’
শীর্ষ চার দলের এখনো একে অপরের বিপক্ষে অনেক ম্যাচ বাকি আছে। সুতরাং অবশ্যই তাদের পয়েন্ট হারাতে হবে। লক্ষ্য করুন নিউজিল্যান্ড, অস্ট্রেলিযা এবং ইংল্যান্ড সবাই সকলের বিপক্ষে খেলবে যা টুর্নামেন্টকে আকর্ষনীয় করে তুলবে।
‘আর কয়েকটা জয় পেলে বাংলাদেশ, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজেরও ব্যবধান কমানোর একটা সুযোগ থাকছে।’
বাসস/১৮১০/স্বব/