বাজিস-৭ : তরুণ প্রজন্মকে যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট করতে হবে : চট্টগ্রাম সিটি মেয়র

166

বাজিস-৭
চট্টগ্রাম- যোগদিবস
তরুণ প্রজন্মকে যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট করতে হবে : চট্টগ্রাম সিটি মেয়র
চট্টগ্রাম, ২২ জুন, ২০১৯ (বাসস): শারীরিক সমস্যা থেকে বাঁচতে তরুণ প্রজন্মকে যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, ‘এটি প্রমাণিত যে, যোগ ব্যায়াম মানুষের ভেতরের শক্তিকে সুষমভাবে বিকশিত করে। চিকিৎসা বিজ্ঞান বলছে- বিভিন্ন রোগ প্রতিরোধ এবং প্রশমনের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি ঘটাতে যোগ ব্যায়ামের বিকল্প নাই।’
সিটি মেয়র রোগ থেকে বাঁচতে নগরবাসীকে যোগ ব্যায়াম অনুশীলনের আহ্বান জানান।
আজ শনিবার নগরীর রাইফেল ক্লাব মিলনায়তনে ৫ম বিশ্ব যোগ দিবস উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ কর্মশালায় প্রায় তিনশ’ প্রশিক্ষণার্থী অংশ নেন।
বাসস/ডিবি/১৬১৮/এমকে