বাজিস-৪ : পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০টি ওয়াস ব্লক নির্মাণ

201

বাজিস-৪
পিরোজপুর-ওয়াস ব্লক নির্মাণ
পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০টি ওয়াস ব্লক নির্মাণ
পিরোজপুর, ২২ জুন, ২০১৯ ( বাসস) : জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ভবণে ৬০টি ওয়াস ব্লক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি দ্বিতল এসব ওয়াস ব্লক নির্মাণ কাজ আগামী অর্থ বছরের জুলাই মাসের মধ্যে শেষ হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী কার্যালয় এবং উপজেলা পর্যায়ের সহকারী প্রকৌশলী কার্যালয় এসব ওয়াস ব্লক নির্মাণ কাজ তদারকি করছে। প্রতিটি ওয়াস ব্লকের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪ লক্ষ টাকা। ৬০টি ওয়াস ব্লকের জন্য ৮ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী জানান, প্রতিটি দ্বিতল ওয়াস ব্লকের নীচ তলায় ও উপর তলায় ১টি করে কমোট, ৪টি প্যান, ২টি বেসিন ও ২টি ইউরিনাল থাকবে। প্রতিটি ওয়াস ব্লকে ১টি করে টিউবওয়েল বসানো হচ্ছে এবং পাম্প মেশিন দিয়ে টিউবওয়েলের পানি ট্যাংকীতে উঠানো হবে।
বাসস/সংবাদাতা/১৩৩৫/নূসী