বাসস ক্রীড়া-১৭ : অভ্যন্তরীণ কোন্দল অস্বীকার করে হাফিজ বললেন ব্যর্থতার জন্য পুরো দল দায়ী

340

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বিশ্বকাপ
অভ্যন্তরীণ কোন্দল অস্বীকার করে হাফিজ বললেন ব্যর্থতার জন্য পুরো দল দায়ী
লন্ডন, ২১ জুন, ২০১৯ (বাসস) : পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেছেন বিশ্বকাপে দলের হতশ্রী পারফরমেন্সের কারণে দারুন সমালোচনার মধ্যে গত কয়েকটি দিন তার নিজের ও দলের জন্য খুবই বেদনাদায়ক ছিল ।
পাকিস্তান দলের অনুশীলন শেষে লর্ডসে হাফিজ সাংবাদিকদের বলেন কোন একক ব্যক্তি নন, এ পর্যন্ত খারাপ পরফরমেন্সের জন্য দলের খেলোয়াড় থেকে ম্যানেজমেন্ট সকলেই দায়ী। এ জন্য এককভাবে কাউকে দায়ী করা যাবেনা।
তিনি বলেন,‘ দলগতভাবেই আমরা ব্যর্থ হয়েছি। দলগতভাবে আমরা ভাল করতে পারিনি এবং ব্যক্তিগত নৈপুন্য আমাদের জন্য সহায়ক হয়নি। আজকের দিনে ক্রিকেটে দরকার আপনার দরকার দলগত পারফরমেন্স এবং সবার অবদান।’
সাবেক এ অধিনায়ক আরো বলেন,‘ কোন একক ব্যক্তিকে আমরা দায়ী করতে পারিনা। ভাল না করার জন্য সকলেই দায়ী।’
তবে ভারতের বিপক্ষে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বিরতি পেয়ে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সিনিয়র অলরাউন্ডার।
এখনো টুর্নামেন্টে টিকে থাকার আশা আছে জানিয়ে হাফিজ বলেন,‘ এখনো আমাদের সব কিছু শেষ হয়ে যায়নি। আমাদের নজরে এখন সামনের ম্যাচ এবং এটা জিততে আমরা বদ্ধ পরিকর। নতুন করে শুরু করার জন্য একত্রিত হতে ভারত ম্যাচের পর আমরা যথেষ্ঠ সময় পেয়েছি।’
বিভিন্ন ম্যাচে পরাজয়ের পর ব্যক্তিগত আক্রমনেও অসন্তোস প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘ক্রিকেট সম্পর্কে মন্তব্য করা এক বিষয়। তবে খেলোয়াড়দের পরিবারকে টেনে আনা এবং তাদের আক্রমন করা ভাল নয়।’’
এক প্রশ্নের জবাবে হাফিজ জানান, টস জিতে ভারতের বিপক্ষে বোলিং নেয়া ছিল দলগত সিদ্ধান্ত।
তিনি বলেন,‘কে ান ব্যক্তির টুইট করার ভিত্তিতে দলের সিদ্ধান্ত নেয়া যায়না। এটা দলের সিদ্ধান্ত ছিল। আমরা ভাল বোলিং করিনি যে কারনে ম্যাচ হেরেছি।’
ভারতের বিপক্ষে পরাজয়ের পর দলের অভ্যন্তরীন কোন্দলের কথাও অস্বীকার করেন তিনি।
প্রশ্ন রেখে হাফিজ বলেন,‘ দল জিততে থাকলে আপনারা এ ধরনের কথা বলেন না কেন।’
বাসস/২০২০/স্বব