ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড বাংলাদেশের

275

নটিংহাম, ২১ জুন ২০১৯ (বাসস) : নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। গতরাতে দ্বাদশ বিশ্বকাপের ২৬তম ও নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ টাইগারদের। রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম অপরাজিত ১০২, মাহমুদুল্লাহ রিয়াদ ৬৯ ও তামিম ইকবাল ৬২ রান করেন।
এর আগে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহে রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করেছিলো টাইগাররা। ফলে সর্বোচ্চ রানের তালিকায় ৬ উইকেটে ৩৩০ রান দ্বিতীয়স্থানে নেমে গেল।
এই বিশ্বকাপের আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৯ রান। ২০১৫ সাল ঢাকায় পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে ৩২৯ রান করেছিলো বাংলাদেশ। ম্যাচে তামিম ইকবালের ১৩২ ও মুশফিকুর রহিমের ১০৬ রানের সুবাদে ৭৯ রানে ম্যাচও জিতেছিলো টাইগাররা।