বাসস ক্রীড়া-৮ : বাশারকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

195

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বাংলাদেশ-
বাশারকে ছাড়িয়ে গেলেন মাশরাফি
নটিংহাম, ২১ জুন ২০১৯ (বাসস) : বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্বে সবার উপরে এখন মাশরাফি বিন মর্তুজা। পেছনে পড়ে গেলেন সাবেক দলপতি হাবিবুল বাশার সুমন । দ্বাদশ বিশ্বকাপের বাংলাদেশের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দিতে নেমে সুমনকে টপকে যান মাশরাফি।
মাশরাফি এখন পর্যন্ত ১০টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে প্রথম বাংলাদেশকে নেতৃত্ব দেন মাশরাফি। গেলবার ৫টি আর এবার ৫টি ম্যাচে (একটি পরিত্যক্ত) বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি।
২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে ৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সুমন।
বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়কদের পরিসংখ্যান :
অধিনায়ক ম্যাচ জয় হার
মাশরাফি বিন মর্তুজা (২০১৫-২০১৯) ১০ ৫ ৫
হাবিবুল বাশার (২০০৭-২০০৭) ৯* ৩ ৬
সাকিব আল হাসান (২০১১-২০১৫) ৭ ৩ ৪
খালেদ মাসুদ (২০০৩-২০০৩) ৬ ০ ৫
আমিনুল ইসলাম (১৯৯৯-১৯৯৯) ৫ ২ ৩
বাসস/এএসজি/এএমটি/১৭২৫/স্বব